ছাগলের রোগ ও প্রতিকার

BDFarmes
1 minute read
0

 

ছাগলের রোগের কারণঃ 

ছাগলের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। সাধারনত ছাগল জীবাণু দ্বারা বেশি আক্রান্ত হয়ে থাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: 


  1. ভাইরাস রোগ
  2. ব্যাকটেরিয়া 
  3. ফাংগাল ও
  4. কৃমি

ভাইরাস জনিত রোগঃ 
এই রোগ তিন ধরনের হয়ে থাকে। এগুলো হলো: 

  • পিপিআর (PPR)
  • গোট পস্ক (GOAT POX) 
  • এফএমডি ( F.M.D)
  • রেবিস ( RABIES)
ব্যাকটেরিয়া জনিত রোগঃ
এই রোগ অনেক ধরনের হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি যে রোগগুলো হয়ে থাকে সেগুলো হলো: 

  • তড়কা 
  • নিউমোনিয়া 
  • পাতলা পায়খানা
  • বাদলা 
  • ক্যারোটোকন্জাইটিভাইটিস বা ছানি পড়া
  • টিটেনাস বা ধনুষ্টংকার 
  • মেসটাইটিস বা ওলান ফোলা ( এই রোগ বেশির ভাগ ক্ষেত্রে গরুর হয় )
ফাংগাল জনিত রোগঃ 
পকৃতপক্ষে দুই ধরনের হয়ে থাকে। 

  • রিং ওয়ার্ম বা দাউদ
  • পোকা পড়া বা কৃমি রোগ শরীরে

কৃমি রোগঃ 
কৃমি সাধারনত ৫ ধরনের হয়ে থাকে। 

  1. কলিজা কৃমি
  2. ফিতা কৃমি
  3. গোল কৃমি
  4. চোখের কৃমি ও 
  5. চামড়া কৃমি
কৃমির অনেকগুলা ধরন আছে তার উপর নির্ভর করে কৃমিকে ৪ ভাগে ভাগ করা হয়। 

  • ফুসফুসের কৃমি 
  • চোখের কৃমি
  • চামড়ার কৃমি 
  • পেটের কৃমি



Post a Comment

0Comments

Post a Comment (0)