ধান চারা রোপনের নিয়ম ও কার্যপ্রণালি

BDFarmes
2 minute read
0
ধান চারাঃ আমাদের প্রায় অধিকাংশ লোকই চাষাবাদ করে থাকেন। আর তারা প্রায় সকলেই জানে কখন কিভাবে ধান চারা গাছ রোপন করতে হয়। ধান চারা গাছ রোপনের মাধ্যমেই আমাদের দেশের ধানের আবাদ হয়ে থাকে। এখন আমরা জানবো ধান চারা গাছ আগা গুরা কিভাবে রোপ্ন প্রনালী শুরু থেকে শেষ করতে হয়। প্রথমেই আপনাকে জানতে হবে আপনি কোন মোৌসুমে চারা গাছ রোপন করতে চান। যদি আপমি ব্যুর মৌসুমে চারা রোপ্ন করতে চান থাহলে আপনাকে শীতের সময় চারা গাছ রোপনের সিদ্দধাধনত নিতে হবে। 

প্রথমে বাজার থেকে ধান বীজ কিনে নিয়ে আসতে হবে বা আপনি যদি চান তাহলে নিজেই নিজের চাষাবাদের জন্য ধান বীজ রোপনের প্রকিয়া শুরু করতে পারেন। তারও আগে আপনাকে আগে চারা রোপনের জন্য যায়গা ঠিক করে নিতে হবে। কাদামাটি যুক্ত একটা ভালো মানের জায়গা নিতে হবে। সেখানে কোনো ধরনের আগাছা থাকা যাবে না। ঠিক মতো পানি দিয়ে কাদামাটিকে ভালোভাবে প্রকিয়ার মাধ্যমে কাজ সম্পন্ন করতে হবে। 

এই কাজ শেষ হলে তারপর আসবে আসল কাজ। বাজার থেকে নিয়ে আসা ধান বীজ কে ভালোভাবে প্রকিয়াকরন করতে হবে। এবং সেই ধান বীজ কে ভিজিয়ে রাখতে হবে অনত্ত্য ২-৩ দিন। ভিজিয়ে রাখার পর যখন ধান বীযে ছোট ছোট অংকুর গজাবে তখন সেই ধান বীজ কে পানি থেকে উঠিয়ে শুকনো ভালো যায়গায় কাপড় বা অন্য যেকোনো কিছু দিয়ে খুব সুন্দর ভাবে ঢেকে রাখতে হবে। যাতে করে আলো বাতাস না যেতে পারে। এবং কাপড় বা অন্য যেকোনো কিছু চাপা দেওয়ার সময় সকালে বা বিকালে সেই ধান বীজে পানি দিতে হবে। 

এভাতে আরো ২-৩ দিন প্রকিয়াটি চলমান রাখতে হবে। ২-৩ দিন পর দেখা যাবে সেই ধান বীজে অনেক বড় বড় অংকুর গজিয়েছে। তখন বুঝতে হবে এই ধান বীজ এখন রোপনের জন্য প্রস্তুত। কোনো একটা ভালো দিন দেখে রোপনের উদ্যশে রওনা দিতে হবে, যদি আপনি পারেন এই কাজ তাহলে তো ভালোই আর যদি আপনি না পারেন তাহলে সেক্কষেষতরে যে এই কাজ খুব ভালো পারে তাকে দিয়ে এই কাজটি করিয়ে নিবেন। রোপনের কাজ শেষ হলে সেই জমি বা যায়গাতে ৩-৪ দিন পানি দেওয়া বন্দ ধধ করতে হবে। যাতে করে চারা 

গাছে ভালোভাবে অংকুরিত হতে পারে। অংকুর গজানোর পরে ভালোভাবে সেই যায়গাটা পানি দিতে ভিজিয়ে দিতে হবে। বেশি পানি দিলেও সমস্যা নাই। আবার এতো বেশি পানি দেওয়া যাবে না যাতে করে অংকুরিত গাছ গুলি পানিতে ডুবে যায়। এভাবে প্রায় ২৮-৩০ দিন যাওয়ার পর চারা গাছ গুলো ধান চাষাবাদের উপযুক্ত হয়ে যাবে। এবং আপনারা চাষাবাদ করতে পারবেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)