এই কাজ শেষ হলে তারপর আসবে আসল কাজ। বাজার থেকে নিয়ে আসা ধান বীজ কে ভালোভাবে প্রকিয়াকরন করতে হবে। এবং সেই ধান বীজ কে ভিজিয়ে রাখতে হবে অনত্ত্য ২-৩ দিন। ভিজিয়ে রাখার পর যখন ধান বীযে ছোট ছোট অংকুর গজাবে তখন সেই ধান বীজ কে পানি থেকে উঠিয়ে শুকনো ভালো যায়গায় কাপড় বা অন্য যেকোনো কিছু দিয়ে খুব সুন্দর ভাবে ঢেকে রাখতে হবে। যাতে করে আলো বাতাস না যেতে পারে। এবং কাপড় বা অন্য যেকোনো কিছু চাপা দেওয়ার সময় সকালে বা বিকালে সেই ধান বীজে পানি দিতে হবে।
এভাতে আরো ২-৩ দিন প্রকিয়াটি চলমান রাখতে হবে। ২-৩ দিন পর দেখা যাবে সেই ধান বীজে অনেক বড় বড় অংকুর গজিয়েছে। তখন বুঝতে হবে এই ধান বীজ এখন রোপনের জন্য প্রস্তুত। কোনো একটা ভালো দিন দেখে রোপনের উদ্যশে রওনা দিতে হবে, যদি আপনি পারেন এই কাজ তাহলে তো ভালোই আর যদি আপনি না পারেন তাহলে সেক্কষেষতরে যে এই কাজ খুব ভালো পারে তাকে দিয়ে এই কাজটি করিয়ে নিবেন। রোপনের কাজ শেষ হলে সেই জমি বা যায়গাতে ৩-৪ দিন পানি দেওয়া বন্দ ধধ করতে হবে। যাতে করে চারা
গাছে ভালোভাবে অংকুরিত হতে পারে। অংকুর গজানোর পরে ভালোভাবে সেই যায়গাটা পানি দিতে ভিজিয়ে দিতে হবে। বেশি পানি দিলেও সমস্যা নাই। আবার এতো বেশি পানি দেওয়া যাবে না যাতে করে অংকুরিত গাছ গুলি পানিতে ডুবে যায়। এভাবে প্রায় ২৮-৩০ দিন যাওয়ার পর চারা গাছ গুলো ধান চাষাবাদের উপযুক্ত হয়ে যাবে। এবং আপনারা চাষাবাদ করতে পারবেন।