কৃষিতে ধানের প্রকোপ
আসসালামু আলাইকুম ,,, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন । আলহামদুুুলিল্লাহ আমিও্র অনেক ভালো আছি। আমাদের দেশের প্রায় 90% লোক কৃষি কাজ করে থাকেন। আর তারা বেশির ভাগ লোকই ধান চাষ করে থাকেন। আর ধানের ক্ষেত্রে দেখা যায় ধানের রোগ বালাই বা ধানের শীষপোড়া রোগ। এ রোগ সচরাচ প্রায়ই দেখা যায়। এ রোগের কারণে ধানের শীষ পোকায় আক্তান্ত করে এনং ধানের সর্বনাস ডেকে আনে। যা থানের ফলন কমিয়ে দেয় এবং কৃষকের মাথায় হাত দেওয়ার মতো অবস্থ্য্ হয়ে যায়। এ রোগ সাধারনত ধানের ক্ষেতে সার প্রয়োগের ব্যাগাত ঘঠলে দেখা যায়। বেশি পরিমাণে সার প্রয়োগের কারণে এইা সমস্যাটি দেখা দেয়। আমাদের সবার উচিত কৃষি বিশেষ দ্বারা পর্যালোচনা করা প্রয়োজন
nc
ReplyDelete